• November 23, 2024

লামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রিদর্শী বড়ুয়া: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্ণীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে প্রতিপাদ্য করে লামায় আর্ন্তজাতিক দূণীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে গতকাল

রবিবার মানবন্ধন ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেছেন, আজকের প্রজন্মই আগামি দিনে দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়বে। আমাদের তরুণ প্রজন্ম দূর্ণীতিকে ঘৃণা করে। তিনি বলেন, বাংলাদেশ এক সময় দূর্ণীতিতে চ্যাম্পিয়ান হতো। সে দৃশ্যপট এখন পাল্টে গেছে। দূর্ণীতির পরিমান দ্রুত হ্রাস পাচ্ছে। এ অবস্থা থেকে পুরোপুরি উত্তোরনে বর্তমান প্রজন্মইকে এগিয়ে আসতে হবে। তিনি দেশকে দূর্ণীতি মুক্ত রাখতে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়ে গড়ে উঠার আহবান জানান।

এ উপলক্ষ্যে সকালে সরকারি মাতামুহুরী ডিগ্রী কলেজ সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দসহ কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। পরে দিবসের তাৎপর্যের উপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা মৎস কর্মকর্তা জয় বণিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লামা মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আইয়ুব , কলেজের সহকারি অধ্যাপক অংথিং রাখাইন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এম ইমিতিয়াজ ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post