দীঘিনালা সেনা জোনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, দীঘিনালা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় দীঘিনালা জোনের পক্ষ থেকে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পিএসসি। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, দীঘিনালা জোনের মেজর মোঃ মাকসুদুল নাঈম পিএসসি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা বিএনপি‘র সভাপতি মো: মোসলেস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব প্রমুখ।
মত বিনিময় সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সকলে প্রতিশ্রুতি প্রদান করেন বলে জানা যায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post