• December 26, 2024

খাগড়ছড়ি শহরে ধানের শীষ প্রতীকের গণসংযোগ, জনতার ঢল

স্টাফ রিপো্র্টার: খাগড়ছড়ি সংসদীয় আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে মো: শহিদুল ইসলাম ভূইয়ার গণসংযোগ পাড়া, মহল্লায় অব্যাহত আছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: শহিদুল ্সিলামের সমর্থনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া জেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

জানা যায়, জেলা সদরের হরিনাথ পাড়া, শালবন, জিয়া নগর, মধুপুর, পানখাইয়া পাড়া, নয়নপুর, অর্পনা চৌধুরীপাড়া ও বাজার হয়ে কলাবাগান পর্যন্ত ধানের শীষ প্রতীকের গনসংযোগ, উঠান বৈঠক ও পথসভাও করা হয় এ সময়।

২০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টা থেকে জেলা বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই পথসভায় অংশ নেন।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এদেশের মানুষ গত দশ বছর অনেক জুলুম, অন্যায় অত্যাচার সহ্য করেছে। আমরা মানুষের মাঝে শান্তি ফিরিয়ে দিতে চাই।

গনসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক ত্র্যাড. আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্র দলের সভাপতি সাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post