আলীকদমে টম টম চাপায় মহিলা নিহত
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে টম টম চাপায় নাম রওশন আরা (৪৫) নামের এক মহিলার মৃত্য হয়েছে। বৃহস্পতিবার সকালে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং কাশেম মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাশেম মেম্বার পাড়ার মোঃ মাসুকের স্ত্রী রওশন আরা সকাল সাড়ে ১১ টার দিকে লামা-আলীকদম সড়কের কাশেম মেম্বার পাড়া এলাকায় সড়কের পাশে দাড়িয়েছিলো। এসময় বেপরোয়া গতির একটি টমটম চাপা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রওশন আরাকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আলীকদম থানা উপ-পরিদর্শক মোঃ আজমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিহত মহিলার লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান মর্গে পাঠানো হচ্ছে। ঘাতক টমটম জব্দ করা হয়েছে।