• December 27, 2024

মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারী

মো. আকতার হোসেন: মানিকছড়ি উপজেলার ৪নং তিনটহরী ইউনিয়নের (ইউপি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ই ফেব্রুয়ারী এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ ই জানুয়ারী ) মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি কুমার দে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ৩ ই ফেব্রুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ই ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্ধ হবে ১১ই ফেব্রুয়ারী।

গত ৯ অক্টোবর ২০১৮ ইং তিনটহরী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের মৃত্যুতে নির্বাচন কমিশন তার পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post