• December 26, 2024

মানিকছড়িতে অনুকুল চন্দ্রের ১৩১তম জন্ম মহোৎসব

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ২৫ জানুয়রী শুক্রবার তিনঘড়িয়া পাড়াস্থ এলাকায় ছদুরখীল সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম শুভ জন্ম মহোৎসব পালন করা হয়েছে।

এসময় রুপন কুমার নাথ‘র সঞ্চালনায় ছদুরখীল সৎ সঙ্গের সভাপতি মাষ্টার মানিক কুমার ত্রিপুরা সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন,সনাতন সমাজ কল্যাণ পরিষদে কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন,বিশেষ অতিথি ছিলেন,আদি কুমার ত্রিপুরা,সৎসঙ্গ আজমান দুবাই প্রতিনিধি বাদল দত্ত,শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার সাধন চন্দ্র কর,প্রগ্রেসিভ পলি টেকনিক ইনষ্টিউটের শিক্ষক পীযুষ কান্তি পালিত,শুভেচ্ছা বক্তব্য রাখেন,কৃষ্ণ কুমার ত্রিপুরা প্রমূখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যের বলেন,নিজস্ব ধর্মীয়,সংস্কৃতি,কৃষ্টি রক্ষার প্রত্যেয়ের নিজেদের সন্তানদেরকে ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুন্দর সমাজ গড়ার আহবান জানান। অনুষ্ঠানের মধ্যে ছিল মাঙ্গলিক নহবত তৎসহ উষাকীর্ত্তন, প্রাঃকালীন বিনতি,শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ,সমবেত প্রর্থনা,নাম সংকীর্ত্তন,শ্রীমদ্ভগবদগীতা পাঠ,সাংস্কৃতি অনুষ্ঠান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post