খাগড়াছড়িতে পুলিশ সপ্তাহ পালিত
স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় নানা আয়োজনে খাগড়াছড়ি’র বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে পুলিশ সপ্তাহ। সকালে জেলার গুইমারা থানা পুলিশের উদ্যোগে পুলিশ বক্স থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
গতকাল গুইমারা থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে অন্যান্যদের মধ্যে থানার তদন্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, থানার উপ-পরিদর্শক মনোজ কান্তি, এসআই আবদুল কাদের সহ পদস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ জনতার মাঝে পুলিশের সেবা সম্পর্কিত লিফলেট বিতরন করে পুলিশের সেবা নিতে জনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এছাড়াও জেলার রামগড়, মানিকছড়ি, মাটিরাঙ্গা সহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পুলিশ সপ্তাহ।