• December 27, 2024

খাগড়াছড়ি ৩২ বিজিবি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি: কেক কাটা, প্রীতিভোজসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে খাগড়াছড়ি ৩২ বিজিবি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার গাজী মো: সাজ্জাদ এবং ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল রাশেদ আলী সর্বকনিষ্ঠ নবীন সৈনিকসহ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি আমর্ড পুলিশ স্পেশালাইজ ট্রেনিং সেন্টারের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব, খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান, বিভিন্ন জোনের জোন কমান্ডারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো: আনোয়ারুল হক মন্ডল এ ব্যাটালিয়নের ৩যুগের দায়িত্বকালীন সময়ে প্রাণ উৎসর্গকারী বীরদের স্মরণ করে নানা সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, যশোরে দায়িত্ব পালনকালে এ ব্যাটালিয়ন চোরাচালান, নারী ও শিশু পাচাররোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে পর পর চারবার প্রথম স্থান অধিকার করায় বিজিবির “এন্টি স্মাগলিক ড্রাইভ” ট্রফি স্থায়ীভাবে গ্রহণ করে বিশেষ সন্মান ও গৌরব অর্জন করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post