খাগড়াছড়িতে এ+ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন, ৯৭ হাজার শিশুকে খাওয়ানো হলো ক্যাপসুল
খাগড়াছড়ি প্রতিনিধি: সারাদেশের মত খাগড়াছড়িতেও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার (৯ ফেব্রয়ারি) সকালে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় সিভিল সার্জন মো. শাহ আলম, পৌর মেয়র রফিকুল আলম উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন মো. শাহ আলম জানান, খাগড়াছড়ি জেলায় শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯ উপজেলার ৩৮টি ইউনিয়নে ৬- ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭ হাজার ৬শ’ ২১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।