রামগড় উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
স্টাফ রিপোর্টার: রামগড় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি সোমবার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এসময় ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোননয়নপত্র জমা দেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল আলম (কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কাজী নুরুল আলম (আলমগীর)। স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জিয়াউল হক (শিপন) ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার ফারক এবং মহিলা ভাইস চেয়রম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিউসং চৌধুরি, মিসেস নাসিমা আহসান নিলা ও হাসিনা বেগম।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুয়ায়ী দ্বিতীয় ধাপে ১৮ মার্চ রামগড় উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।