• December 27, 2024

৭ই মার্চ সম্প্রীতি কনসার্ট পানছড়িতে

পানছড়ি প্রতিনিধি: ৭ই মার্চ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সাব জোন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে অনুষ্টিত হবে সম্প্রীতি কনসার্ট/২০১৯। আইন শৃংখ্যলা উন্নয়ন, সন্ত্রাস দমন, জনসেবা, অসহায়-গরীবদের সহায্য, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, চিকিৎসায় আর্থিক সহযোগীতার পাশাপাশি আনন্দ এবং বিনোদন প্রদানে সেনা বাহিনীর আরো একটি উদ্যেগ।

“গোষ্টী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি-সম্প্রীতির খাগড়াছড়ি” এই প্রতি পাদ্যে বৃহস্পতিবার বিকাল ৫টায় সকল ধর্ম-জাতী-গোষ্টীর মাঝে সম্প্রীতি বৃদ্ধি কল্পে সাবার জন্য উম্মুক্ত থাকবে বহুল প্রতিক্ষিত এই কনসার্ট। এই দিন অনুষ্ঠানের পাশাপাশি রাঙানো হবে আকাশ, উড়ানো হবে ফানুস।

কনসার্টকে জাকজমকপূর্ণ করতে উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদকে আহবায়ক করে ৮সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক অনুষ্টান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, আ‘লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্প কলা একাডেমির কর্মকর্তা জয়নাথ দে, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, যুবলীগের সাবেক সভাপতি উজ্জল চৌধুরী, সাংবাদিক শাহাজাহান কবির সাজু, মোঃ রোকন উদ্দিন, থোয়াইংগ্য মারমা। এতে অংশ নিবেন দেশ বরেণ্য গায়ক-গায়িকার পাশাপাশি পানছড়ি শিল্পকলা একাডেমির শিল্পীরা ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post