• December 27, 2024

লক্ষ্মীছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১০ মার্চ রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে হ্ইাস্কুল মাঠে গিয়ে ছাত্র-ছাত্রী ও ফায়ার স্টেশনের যৌথ মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সলিম উল্লাহ চৌধুরী ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের সচেতনতা বাড়াতে করণীয় বিষয় বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো: মেজবাহুর রহমান এসময় বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ফায়ার সার্ভিস’র কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post