• December 21, 2024

রামগড়ে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

স্টার রিপোর্টার: খাগাছড়ি জেলার রামগড় উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের বিজিবি সদস্যরা।

আইন শৃংখলা বাহিনীর সূত্র মতে জানাযায়, চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ১০ই মার্চ রবিবার ৪৩ বিজিবির আওতাধীন লাচারীপাড়া বিওপির জেসিও সুবেদার মোঃ মোতালেব’র নেতৃত্বে বিজিবির একটি দল প্রেমতলা নামক স্থানে অভিযান চালায়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাৎক্ষনিক উক্ত স্থানে তল্লাশী চালিয়ে একটি চাঁদা আদায়ের রশিদ, একটি দেশী তৈরি এলজি ও একটি মোবাইল সেট উদ্ধার করে বিজিবি।

আটককৃতর নাম সুরেশ চাকমা। বিজিবি জানান, উদ্ধারকৃত অস্ত্র, চাঁদার রশিদ ও মোবাইল সেট রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post