• December 27, 2024

মানিকছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা সদর আকাঁশপুরীস্থ হৃদি প্লাজার ৩য় তলার একটি কক্ষে সোমবার রাত সাড়ে ৯টায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশী ও বিদেশী ২টি পিস্তল উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সন্ত্রাসীর অবস্থান জানতে পেরে যৌথবাহিনী (পুলিশ ও সেনাবাহিনী)উপজেলা সদর আকাঁশপুরীস্থ হৃদি প্লাজার ৩য় তলায় অভিযান পরিচালনা করলে যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় যানচলাচল বন্ধ করে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

কিন্তু কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়। তবে রুমের ভিতরে ইটের নীচে লুকিয়ে রাখা ১টি দেশী ও ১টি বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। এ রির্পোট লেখা পর্যন্ত যৌথবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছেন। সিন্দুকছড়ি জোন টুআইসি মেজর তৌহিদ সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post