গুইমারা সরকারী কলেজের নব নির্মিত গ্রন্থাগার উদ্ধোধন

শেয়ার করুন

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্যাঞ্চলে পিছিয়েপড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে সরকার’কে সহযোগীতা করছে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের এ ধারা অব্যহত রেখে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

২৫ মার্চ সোমবার সকালে গুইমারা সরকারী কলেজের ২০১৯ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সেনাবাহিনীর সহযোগীতায় কলেজে ”অন্বেষা” নামে একটি গ্রন্থাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তোব্যে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার।

এসময় অন্যান্যের মধ্যে সিন্দকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, গুইমারা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয়দের একান্ত সহযোগীতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।