• December 27, 2024

লক্ষ্মীছড়িতে কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কিশোরীদের নিয়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইমার্জেন্সি প্যাড কর্ণার স্থাপন, ব্লাড গ্রুপিং এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে এ অবহিতকরণ সভার আয়োজন করে লক্ষ্মীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় লক্ষ্মীছড়ির দুল্যাতলী জুনিয়র হাইস্কুলে ২৭ মার্চ বুধবার এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পরিবার পকিল্পনা বিভাগের উপ-পরিচালক বিল্পব বড়–য়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অংক্যজাই মারমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসন, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা ও দুল্যাতলী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক পুলক চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র পরিদর্শিকা শাহনাজ সুলতানা কিশোরীদেও সচেতনতা বাড়াতে ও করণীয় বিষয় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা। অনুষ্ঠানে ৫০জন কিশোরীর মাঝে পিরিয়ড কালীন সময়ে ব্যবহারের জন্য প্যাড ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও খাগড়াছড়ি ব্লাড ডোনারর্স এসোসিয়েশনের (কেবিডিএ) উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post