খাগড়াছড়ি জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আতিউল ইসলাম
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার বিশিষ্ঠ শিক্ষাবিদ,অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.আতিউল ইসলাম এবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ মাধ্যমিক সআকুল পর্যায়ে উপজেলা তথা খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ মাধ্যমিক শিক্ষায় মানিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন উপজেলার প্রবীণ শিক্ষাবিদ, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগড় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.আতিউল ইসলাম(এম.এ,এম.এড)।
পরবর্তীতে তিনি খাগড়াছড়ির জেলারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগে যাওয়ার সুযোগ সৃষ্ঠি করেছেন। জেলায় শ্রেষ্ঠ হওয়ার খবরে মানিকছড়ি সর্বত্র এ শিক্ষাগুরুর গুণগান চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভাবতেও পারিনি জেলার প্রায় শত প্রধান শিক্ষকের মাঝে নিজে শ্রেষ্ঠ হওয়ার। এ যেন প্ররম করুণাময়ের অপারকৃপা। আমি মহান সৃষ্ঠিকর্তার নিকট শুকরীয়া আদায় করছি। জীবনযুদ্ধে এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্ঠা করেছি।
এছাড়া সমাজে অবহেলিত,বঞ্চিত মানুষের দুঃখ-বেদনায় নিজেকে জড়িয়ে একটু উপকার করাই মনে তৃপ্তি। চাকুরীর শেষ বয়সে এসে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সংশ্লিষ্ঠ সকলকে অভিনন্দন জানাচ্ছি।
তিনি উপজেলার বিভিন্ন জনপদে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কাজে সর্বদা সচেষ্ঠ থেকে সর্বশেষ ১৯৯২ সালে মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা পর অদ্যোবদি সেখানে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ স্ত্রী ও ৪ কন্যা সন্তানের জনক।