• July 11, 2025

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে লঙ্গদুতে র‍্যালি ও আলোচনা সভা

লঙ্গদু প্রতিনিধি: ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা’২০১৯ উপলক্ষে লঙ্গদু ভুমি অফিসের উদ্যোগে আজ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্ব আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্গদু উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ তোফাজ্জল হোসেন।এ ছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), জনাব মোহাম্মদ মামুন।সভায়  স্থানীয়হেডম্যান, কার্বারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post