রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির মতবিনিময়
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলা জাতীয়তাবাদী দল(বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে এক মতবিনিময় সভা গত রোববার নগরীতে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক ফজলুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শওকত আলী তালুকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, সহ-সভাপতি বেলাল উদ্দিন বেলাল, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহাঙ্গীর এলাহী, মো. গোলাম রাব্বানী, ছাত্রদল নেতা মোজাফফর চৌধুরী, রনি ও মনি প্রমুখ।