• July 5, 2025

মানিকছড়িতে বিয়ের প্রলোভনে তরুণীকে ২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

আলমগীর হোসেন: খাগড়াছড়ির মানিকছড়িতে বিয়ের প্রলোভনে তরুণীকে ২ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে কথিত প্রেমিক ফুল মিয়া ও তার সহযোগী হাসান।

মানিকছড়ি থানার ওসি মো. রশীদ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার (২৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের বায়েজিট থেকে তরুণীকে মানিকছড়ির তিনটহরীর বাড়িতে এনে আটকে রেখে ধর্ষণ করে কথিত প্রেমিক ফুল মিয়া। স্থানীয়রা বিষয়টি জেনে গেলে তরুণীকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post