• January 23, 2025

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অবহেলিত বাঙ্গালী জাতির অধিকার আদায়ে আন্দোলনরত পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল ও ইফতার মাহফিল শনিবার চট্টগ্রাম বহদ্দারহাটস্থ কাশফুল রেষ্টুরেন্টে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে আমির হোসাইনকে সভাপতি, নাইম ইসলাম ফারাবী সাধারণ সম্পাদক এবং মাসুদ রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি ১বছর দায়িত্ব পালন করবে।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাদাত হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রধান আহবায়ক অধ্যক্ষ আবু তাহের। চবি শাখার সাবেক সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য াঙালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিঃ আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মো আলি,তিন পার্বত্য জেলার সভাপতি ও চবি শাখার সাবেক নেতৃবৃন্দগণ।

এসময় অনুুভূতি প্রকাশ করতে গিয়ে নব নির্বাচিত সভাপতি আমির হোসেন বলেন, ‘আমাকে দায়িত্ব দেয়ায় সম্মানিত বোধ করছি। তবে এ দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও ভালোবাসা আমার পথচলার পাথেয় হবে বলে জানান।’ সাধারণ সম্পাদক নাইম ইসলাম ফারাবি বলেন, ‘গঠনমূলক কাজের মাধ্যমে সংগঠনকে গতিশীল রাখাই এখন আমাদের চ্যালেঞ্জ। সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি।’-সংবাদ বিজ্ঞপ্তি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post