দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো মানিকছড়ির ছদুরখীল নবীন সংঘ

মানিকছড়ি প্রতিনিধি: ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি, ঈদ মানে সুখ-দুঃখ ভাগাভাগি, তাইতো আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এক ঝাঁক তরুণেরা হত-দারিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো।

১ জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রত্যান্ত অঞ্চল ছদুরখীল গ্রামে“ছদুরখীল নবীন সংঘ নামক একটি সামাজিক সংগঠন হত-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেণ।

এসময় নবীন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো.মিজানুর রহমান মাসুদ‘র সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো.আব্দুল কাদের,বিশেষ অতিথি ছিলেন বাটনাতলী ইউপি সদস্য লাব্রেচাই মারমা, আওয়ামীলীগের নেতা মো.ফরিদ মিয়া,বিশিষ্ট ব্যবসায় মো.মোসলেম উদ্দিন,সাধন চন্দ্র নাথ,এ ছারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীন সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টু প্রমূখ।

এসময় নবীন সংঘের সভাপতি মিজানুর রহমান মাসুদ উক্ত সংঘের কার্যক্রম গুলো তুলেধরে বলেন ২০১৫ সালে ১ জুলাই ৬ সদস্য নিয়ে নবীন সংঘটি যাত্রা শুরু করে আজকের প্রায় ৪০ অধিক সদস্য নিয়ে প্রতিষ্ঠা লগ্নে থেকে এলাকার মাদক বিরোধী,বাল্য বিবাহ প্রতিরোধ,মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রদের শিক্ষা সামগ্রী বিতরণসহ উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post