• April 19, 2025

ফটিকছড়িতে পুকুরে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পুকুরে সাতার কাটতে গিয়ে অন্তু দে (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার সময় ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত অন্তু দে ফটিকছড়ি পৌরসভার মহাজন বাড়ীর সমির দের পুত্র। সে নাজিরহাট কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

নিহতের চাচা কুসুম কুমার দে জানান, অন্তু দে তার কাকাতো ভাই সাগর দে কে নিয়ে প্রতিদিনের মতই পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় দুজনই সাঁতার কাটার এক পর্যায়ে সাগর দে পাড়ে চলে গেলেও অন্তু দে পুকুরের মাঝামাঝি অংশে গিয়ে পানিয়ে তলিয়ে যায়। এ সময় সাগর দের শৌর-চিৎকারে পথচারি ও এলাকাবাসীরা ছুটে এসে আধ-ঘন্টা পর পুকুর থেকে অন্তু দেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্থাস্ব্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। চিকিৎসকদের ধারণা, সম্ভবত অতিরিক্ত সাতার কাটায় সে স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post