গুইমারায় দুই নারী মাদক কার্বারী আটক
স্টাফ রিপোর্টার: গুইমারায় ২৬ লিটার চোলাই মদসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চট্রগ্রাম জেলার আকবরশা থানার ১নং ঝিল কলোনী এলাকার জশিম উদ্দিনের স্ত্রী সামছুন নাহার (পারভিন আক্তার-৩৮) এবং মো: আজহার উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার (৩৬) । গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সফিকের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বোরকা পড়ে সাদা বাজারের ব্যাগ হতে নিয়ে তারা দুজনেই চট্রগ্রাম যাওয়ার উদ্যেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছেন । এমন সময় গুইমারা থানার এসআই আ: কাদের ও প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে তাদের আটক করে। পরে নারী পুলিশ সদস্যরা তাদের ব্যাগ তল্লাশী করলে স্যালাইনের ২৬টি প্যাকেটে দেশীয় তৈরি ২৬লিটার চোলাই মদ পাওয়া যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুত কুমার বড়ুয়া জানান, আটককৃতদের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪ (খ) ধারায় মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।