মানিকছড়িতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ’কে জানি” অনুষ্ঠান
- খাগড়াছড়ি সংবাদ মানিকছড়ি শিরোনাম স্লাইড নিউজ
- পাহাড়ের আলো
- September 28, 2019
- 0
- 51
- 2 minutes read
মানিকছড়ি প্রতিনিধি: জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ’কে জানি” সর্ম্পকিত মাধ্যমিক স্কুল শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধাদের নিয়ে দেশ ব্যাপি অনুষ্টিত অনুষ্ঠানের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও স্থানীয় প্রত্যক্ষ মুক্তিযুদ্ধার মধ্যে মুখোমুখি অনুষ্ঠান‘জানতে চাওয়া’ সম্পন্ন হয়েছে। স্কুল ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকার দেশ ব্যাপি মাধ্যমিক স্কুল পর্যায়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ সর্ম্পকে অধিক জ্ঞান অর্জন এবং জাতির জনক বঙ্গবন্ধু সর্ম্পকে প্রত্যক্ষ মুক্তিযুদ্ধার অভিজ্ঞতা সর্ম্পকিত এক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে শুরু হয়েছে ‘ছাত্র-ছাত্রী ও স্থানীয় প্রত্যক্ষ মুক্তিযুদ্ধার মধ্যে মুখোমুখি অনুষ্ঠান‘জানতে চাওয়া’।
২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম। সহকারী গ্রন্থাগারিক আবদুল মান্নান সঞ্চালিত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১৯৭১সালে অনুষ্টিত মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের অধীনস্থ জনপদ মংরাজার আবাসস্থল মানিকছড়ি, চট্টগ্রামের ফটিকছড়ি, নাজিরহাট, রাউজান, রাগুনিয়া, বাশঁখালি,চট্ট্রগ্রাম অঞ্চলের মাঠে-ময়দানে মাতৃভূমি, মাতৃভাষা ও পাকিস্তানি শাসকদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত মুক্তিযুদ্ধে অংশ্রগহনকারী মুক্তিযুদ্ধা মংহ্লাপ্রু মগ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীকে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পর বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৬০জন শিক্ষার্থী ৬ দলে বিভক্ত হয়ে স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক মংহ্লাপ্রু মগ’কে যুদ্ধ ও বঙ্গবন্ধু সর্ম্পকিত নানা প্রশ্নে জর্জরিত করেন। ৭২ বয়সী এ বীর মুক্তিযুদ্ধা স্বাভাবিকভাবেই তাঁর স্মৃতি এ ক্ষুদে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। প্রতিটি প্রশ্নে পর মুক্তিযুদ্ধা তার জবাব দিলে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায় এবং তারা(শিক্ষার্থীরা) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সর্ম্পকে অবহিত হয়। এ মহৎ আয়োজনের জন্য সংশ্লিষ্ঠদের অভিনন্দন জানান মুক্তিযুদ্ধা মংহ্লাপ্রু মগ।