দাঁতমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানির মামলা
এম এস আকাশ, ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৫ম) আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুস্মিতা আহমেদ মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন বলে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্র জানায়, দৈনিক বর্তমান ও ব্রেকিং নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আবু মুছা জীবন মামলার বাদী। তিনি মামলার আরজিতে উল্লেখ করেন ২০১৮ সালের ২৩ জুলাই অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিং নিউজে “ফটিকছড়িতে ইজিপিপি প্রকল্পে সোয়া কোটি টাকা লোপাটের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির প্রতিবেদক ছিলেন মামলার বাদী।
এরপর উক্ত সংবাদটি স্থানীয় ও জাতীয় আরো বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে চেয়ারম্যান ক্ষুদ্ধ হয়ে একই বছরের ১৮ আগষ্ট স্থানীয় বালুটিলা বাজারে প্রকাশ্যে মামলার বাদীকে হত্যার হুমকি প্রদান করে এবং মানহানিকর কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করেন।
এ ঘটনায় বাদী আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে আদালত মামলার আসামী চেয়ারম্যান জানে আলমের বিরুদ্ধে সমন জারির নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, এই চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর প্রকল্প, ৪০ দিনের কর্ম সৃজন প্রকল্পসহ বেশকিছু প্রকল্পের অর্থ আত্মসাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বেশ ক’টি সংস্থা তদন্ত করছেন।