শান্তি রঞ্জন চাকমা: কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার চিৎমরম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মেলন এর উদ্বোধন করেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেথোয়াই মারমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলন কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। সম্মেলনে নেথোয়াই মারমা বিনাপ্রতিদন্ধিতায় সভাপতি এবং কাউন্সিলদের ভোটে নুরুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।