লক্ষ্মীছড়িত পালিত হলো বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন অভিযান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন অভিযান পালিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কীটনাশক বিতরণ করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা বক্তব্য রাখেন। পরে কৃষকদের মাঝে কীটনাশক ওষধ বিতরণ করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। সভায় বক্তারা ইঁদুর দমনে করণীয় বিষয় আলোচনা করা হয়।