লক্ষ্মীছড়ি জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তনয় চক্রবর্ত্তী, লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জোন সদরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম,পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা ও রাজু চাকমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে এলাকার সার্বিক আইন শৃংখলা, যোগাযোগ ব্যাবস্থা,শিক্ষা, ক্রীড়া ও এলকারা সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, কোনোভাবেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে দেয়া যাবে না। সবাই মিলে-মিশেই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে।