প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করার দায়ে মাটিরাঙ্গায় ২জনের বিরুদ্ধে আইসিটি মামলা
শাহ আলম রানা: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ও তথ্য বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ নামের আইডিতে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আব্দুল খালেকসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মাটিরাঙ্গা থানার মামলা নং-০৭ (ডিজিটাল নিরাপত্তা আইন)। মামলার ১নং আসামী করা হয়েছে নিক্সন চৌধুরী নামের ফেসবুক আইডিধারী ব্যক্তি।
বুধবার গভীর রাতে খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মাটিরাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘরীড়হ ঈযড়ফিযঁৎু নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ও কুরুচিপুর্ন ছবি আপলোড দেয় ব্যবহারকারী ব্যক্তি। ছবিটি মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক মোঃ আবদুল খালেক তার নিজ আইডি গউ কযধষবশ এর টাইম লাইনে শেয়ার করলে দ্রুত তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
২নং আসামীর বড় ভাই মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক‘কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দীন ভুইয়া জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ না থাকলেও আসামী আবদুল খালেককে লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মামলা হওয়ার পর থেকে আসামী আবদূল খালেক পলাতক রয়েছে। তবে পুলিশের দাবী আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সামছুদ্দীন ভূইয়া।