লক্ষ্মীছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসী সভা, ১৮ মার্চ কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার সকালে উপজেলা হাসপাতালের হল রুমে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কাজী সাইফুল ইসলাম এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, সহকারি শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. রোবায়েত ও সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা।
আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির ছাড়া বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রে টিকা প্রদান চলবে। ১৮ মার্চ থেকে ২৪ মার্চ শুধু স্কুল-মাদরাসায় টিকা দেওয়া হবে। ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল স্কুলের বাইরে কমিউনিটিতে টিকা দেওয়া হবে।
৯ মাস বয়স থেকে ১০ বছর পর্যন্ত সব শিশুকে এই টিকা দেওয়া হবে। ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়ার সরকারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।