ধর্মপুরের মোহাম্মাদ রফিকুল আলম মাইজভাণ্ডারীর দাফন সম্পন্ন

Spread the love
শাহনেওয়াজ নাজিম: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দায়মোল্লাহ তালুকদার বাড়ি শাখার প্রতিষ্ঠাতা এবং সংযুক্ত আল্-আইন শাখার সভাপতি ধর্মপুর ৮নং ওয়ার্ড়স্থ দায়মোল্লাহ তালুকদার বাড়ি নিবাসী মোহাম্মদ রফিকুল আলম মাইজভাণ্ডারীর (রফিক ফকির) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ধর্মপুর দায়মোল্লাহ তালুকদার বাড়ি সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ. কাউয়ুম সহ অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য যে বৃহস্পতিবার রাত ১০টায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমের বড় ছেলে আবু আহমেদ।