ফটিকছড়ির বখ্তপুরে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শাহনেওয়াজ নাজিম: মুজিব বর্ষ উপলক্ষ্যে ফটিকছড়ির বখ্তপুরে ড. মোহাম্মদ এনামুল হক একাডেমী’র ৫০তম ব্যাচের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯মার্চ) বিকালে ড. মোহাম্মদ এনামুল হক একাডেমী’র মাঠে উদ্বোধনী খেলায় বখ্তপুর সমতা সংঘকে ৯ রানে হারিয়ে রাউজান জাগরণী ক্লাব কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের আরমান।

খেলায় শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বখ্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল মালেক।
উদ্বোধক ছিলেন ডা. এম.এ মুনছুর।

বিশেষ অতিথি ছিলেন, কামাল হোসেন মিন্টু, যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন, নেজাম উদ্দীন শান্ত, শান্তির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোঃ আলমগীর,শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্তি সিকদার, নাজিম উদ্দিন, বেলাল উদ্দিন, রহমত উল্লাহ, রাশেদুল ইসলাম সাব্বির, রাশেদুল আলম প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে মাসুদ, মামুন, সাকিব, লিটন, জাহিদুল ইসলাম, রানা, কাইজার, এমরান, মিন্টু, রহমত, আরিফ, মাসুদসহ আয়োজক কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post