লক্ষ্মীছড়ি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। ১০ মার্চ লক্ষীছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।
এ সময় একটি র্যালি ও ফায়ার সার্ভিসের একটি মহড়া প্রদর্শন করা হয়। এসময় সংক্ষ্পিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
এছাড়াও লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মোঃ সলিমুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামালসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।