ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১মার্চ দুপুর ১২টায় মোহাম্মদ তকিরহাটে জাফতনগর এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম।

বক্তব্য তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে কিছুদিন আগে আবছার তালুকদার নামের এক ব্যক্তি কথিত সাংবাদিক সম্মেলন করেছে। সেই সাংবাদিক সম্মেলনে ১৭-১৮ অর্থ বছর ও ১৮-১৯ অর্থ বছরে একটি কাজও না করে শুধু নেইমপ্লেট বসিয়ে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এছাড়াও মোহাম্মদ তকিরহাট বাজারে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি অবৈধভাবে তিনটি দোকান দিয়েছি বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ মিথ্যা দাবি করে সংশ্লিষ্ট প্রশাসন তদন্তসাপেক্ষে এই অভিযোগ সত্যতা পেলে তিনি এর জন্য শাস্তি মেনে নেবেন বলে জানান।

তিনি আরো বলেন, সেই অভিযোগকারী আবছার তালুকদার একজন চিহ্নিত ডাকাত এবং খুনি। সে আমার কাছ থেকে অনৈতিক আবদার আদায় করতে না পেরে যড়যন্ত্রে নেমেছে। সে একজন মাদকসেবী। একটি সিগারেটের প্যাকেটের বিনিময়েও তাকে দিয়ে অনেক কিছু করা যায়। তার সৎ উদ্দেশ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিতে পারতো, কিন্তু অসৎ উদ্দেশ্যে আমাকে হেয়প্রতিপন্ন করতে কথিত সাংবাদিক সম্মেলন করেছে। যদি এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় সেই অভিযোগকারীর শাস্তি দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাফত নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম, যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন, যুবলীগ নেতা আজগর আলী, মঞ্জু, ফারুক রায়হান, শাহিন, গিয়াস, তাজু, উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, রিপন চৌধুরি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউপি সদস্য মোঃ মান্নান, মোঃ হারুন, মোঃ নাসিম, বিএমসি কলেজ ছাত্রলীগের সভাপতি আজম, ছাত্রনেতা ইমু, ফয়সাল, ইমন, ফয়েজ প্রমুখ।