আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট, ২৪ মার্চ ফাইনাল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়নের আওতাভূক্ত জেলার ৪টি জোন এবং রাঙামাটি জেলার ৩টি জোন নিয়ে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো খাগড়াছড়ি, মহালছড়ি, দীঘিনালা, লোগাং, মারিশ্যা, লংগদু ও বাঘাইহাট জোন। খাগড়াছড়ি স্টেডিয়ামে রাউন্ড রবিনলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৪ মার্চ। খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

১১ মার্চ বুধবার বিকালে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে খাগড়াছড়ি জোনে আয়োজিত প্রেসব্রিফিং কালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম এসব তথ্য জানান। জোনের উপ-অধিনায়ক মেজর চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী ও রিজিয়ন কাপের সমন্বয়কারী অফিসার ক্যান্টেন ফয়সাল মাহমুদ এসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়াও তৃতীয় স্থান ৪০ হাজার, চতুর্থ স্থান পাবে ৩০ হাজার, সর্বোচ্চ গোল দাতা এবং সেরা খেলোয়াড় পাবে ১০ হাজার টাকা করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post