লক্ষ্মীছড়িতে ৪দিন ব্যাপি মৌ চাষী প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে,খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে এবং এসআইডি-সিএইচটি,ইউএনডিপি’র সহযোগিতায় খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪দিন ব্যাপি মৌ চাষ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
১৮ মার্চ বুধবার লক্ষ্মীছড়ি উপজেলায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভূইয়া। এতে ২৬জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। প্রশক্ষণে মাষ্টার ট্রেইনার ছিলেন, তরুনজয় ত্রিপুরা।
সভায় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে,খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে এবং এসআইডি-সিএইচটি,ইউএনডিপি’র সহযোগিতায় জেলার মৌ চাষে মৌলিক প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বি হওয়ার সুযোগ দিতেই এ প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য।