মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ
মাটিরাঙ্গা প্রতিনিধি: পবিত্র রমজানে পরিবার পরিজনকে ইফতার করানোর মতো সামান্য বুট-মুড়িও নেই, ক‘দিনে সামান্য যা ছিল উপার্জিত অর্থ তাও শেষ হয়েছে, এখন তো কারও কাছে ধার দেনা করেও চলার উপায় নেই। কাউকে মুখ ফোটে বলতেও পারছেন না নিজের সংসারের অভাব অনটনের কথা । সমাজের সে সব মানুষগুলোর মানসিক ও অর্থনৈতিক দুরাবস্থার কথা ভেবে, নিজেদের রোজগারের সামান্য অংশ উপহার স্বরুপ তাদের নিকট পৌঁছে দিলেন মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার কর্মীরা।
২৩ এপ্রিল আলী কমপ্লেক্স ভবনের একটি কক্ষে মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে প্রনয়নকৃত তালিকাভুক্ত ব্যক্তিবর্গের মাঝে উপহার পৌছে দেয়ার পুর্বে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে হেফাজতের জন্য দোয়া পাঠ করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতীব হারুন অর রশীদ । মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা সম্মিলিত ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রহিম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।