আজো ত্রাণ দিলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার: অঘোষিত লক ডাউনের ৫৩তম দিন আজ। নিন্ম আয়ের কিংবা মধ্যবিত্ত আয়ের মানুষসহ কর্মহীন খেটে খাওয়া সাধারণ মানুষগুলো দিন দিন অসহায় হয়ে পড়ছে।
এমনি অবস্থায় ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজো ত্রাণ দিলো লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি ও লক্ষ্মীছড়ি কলেজ এলাকায় ত্রাণ না পাওয়া ব্যক্তিদেও মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: রেজাউর রাব্বি, জি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় লক্ষ্মীছড়ি জোনের ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামাল ও লক্ষ্মীছড়ি থানার এসআই মো: জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা যায়, মগাইছড়ি,নতুন পাড়া ৪ ও ৫ নং ওয়ার্ডের পাহাড়ি-বাঙ্গালি ২০টি পরিবার এবং লক্ষ্মীছড়ি কলেজ এলাকার ৪টি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।