রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

রামগড় প্রতিনিধি: রামগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ চারা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। ৬জুন শনিবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এর কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় উপজেলা কৃষি বিদ ও কৃষি অফিসার নাসির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ফলদ চারা ও প্রদর্শনী উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার র্কাবারী।

এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় হটিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ র্কমর্কতা আলী আহম্মদ, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি র্কমর্কতাগন, কৃষক-কৃষানী, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিনিধিকে জানান, রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ শেষে ৯০জন কৃষকদের মাঝে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন ফলদ চারা ও প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post