লক্ষ্মীছড়িতে দুস্থ্যদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী। ১৩ জুন লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি।
এসময় করোনা মহামারিতে পাহাড়ের হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ যেন খাদ্য সংকটে না পড়ে সে জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা চলমান রয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনিআলু, পেঁয়াজ, লবণ, সাবান’সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। যা পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা। খাদ্য সামগ্রী বিতরণকালে মেজর রাব্বি, ক্যাপ্টেন আব্দুল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।