• November 21, 2024

মানিকছড়িতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের কৃষি উন্নয়ন সহায়তার লক্ষ্যে ৫০% ভতুর্কিতে কৃষি যন্ত্রপাতি বিতরণের অংশ হিসেবে একটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় দেশব্যাপি কৃষকের উন্নয়ন সহায়তায় সরকারের ৫০% ভতুর্কিতে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের অংশ হিসেবে ২১ জুন বিকালে মানিকছড়িতে একজন কৃষকের হাতে একটি কম্বাইন হারভেস্টার তুলে দেন।

এটির সরকারী বাজারমূল্য ৬ লক্ষ টাকা। ৫০% ভতুর্কিতে কৃষক মো. আরিফুল হাসান পাটোয়ারী,সাং-বাটনাতলী মাত্র ৩লক্ষ টাকার বিনিময়ে উক্ত কম্বাইন হারভেস্টার মেশিনটির মালিক হন। এই মেশিনে কৃষক জমিনে ধান কাটা,মাড়াই,পরিস্কার করে বস্তা ভরে বাড়িতে নেয়ার সুযোগ পাবে। এতে কৃষকের খরচ সাশ্রয়সহ প্রতিদিন দুই থেকে আড়াই কানি বা ১শত শতক জমির ধান কাটা,মাড়াই,ছাটাই করা সম্ভব হবে।

উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এছাড়া এ সময় কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদারসহ সকল উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post