• July 11, 2025

জেলা প্রশাসকের সহায়তায় লক্ষীছড়িতে কৃষক লীগের উদ্যোগে নগদ অর্থ ও ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: বৈশ্বিক করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা কৃষকদেরকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষকলীগের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ফলজ চারা রোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৯জুন সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৭জন কৃষকের মাঝে ১হাজার টাকা এবং ফলজ চারা বিতরণ করেন। এসময় উসসাপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল,খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মো: নুর হোসেন, লক্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, গুইমারা উপজেলা কৃষকলীগের আহবায়ক সাইফুল ইসলাম (ফরিদ) ও লক্ষ্মীছড়ি উপজেলা কৃষকলীগের আহবায়ক মো: শাহজাহান বিশ্বাস।

পরে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীছড়ি নুরানী মাদ্রসা প্রাঙ্গনে ফলজ চারা রোপন করেন খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post