রামগড়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় ২০১৯-২০২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এমএটিপি-২) মৎস্য অংগ এর আওতায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি এবং নন-সিআইজি সমিতির সদস্যদের নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩০ জুন মঙ্গলবার উপজেলা টাউন হলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় মৎস্য চাষীদের নিয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এতে অনুষ্ঠানে অতিথির থেকে বক্তব্য রাখেন, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, জেলা মৎস্য অফিসের প্রতিনিধি উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, সাংবাদিক করিম শাহ, মৎস্য অফিসের সহকারী রাংচাই মারমা, মৎস চাষী আনিসুল হক, মৎস্য ব্যবসায়ী আবুল খায়েরসহ স্থানীয় কৃষকবৃন্দ।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অঞ্জন কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এ প্রতিনিদিকে বলেন, ২০১৯- ২০২০ অর্থবছরে এ প্রকল্পের আওতায় রামগড় উপজেলায় এ পর্যন্ত ২৯০ জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ, প্রদর্শনী-৪টি, মাঠ দিবস-৪টি ও জেলেদের মাঝে মাছ ধরা ৪টি জাল বিতরণ সম্পন্ন করা হয়েছে বলে জানান।
এসময় আরা উপস্থিত ছিলেন সিআইজি ও নন-সিআইজি মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ীসহ প্রমুখ।