মুজিববর্ষ উপলক্ষে মহালছড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১৯ জুলাই রবিবার সকাল ১১ টায় মহালছড়ি উপজেলার থলিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা। এছাড়াও অন্যান্য কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কৃষক বান্ধব। কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য বিপনন ও বাজারজাত করণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেকেই অন্ততত ৩টি করে গাছের চারা লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে শেষে একই কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা পরিষদ এর অর্থায়নে এবং মহালছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগ এর আয়োজনে স্থানীয় কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত থেকে এ চারা বিতরণ করেন।