• July 7, 2025

ভয়াভহ আগুনে ‍পুড়লো মানিকছড়ি বাজারের ইস্কন মন্দির

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গরু বাজার এলাকায় ইস্কন মন্দির আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৫লক্ষ টাকা ক্ষয়-ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে মন্দির সভাপতি বাবুল দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জুলাই শনিবার বিকাল সাড়ে ৫টায় দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস’র লক্ষ্মীছড়ি ইউনিট প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ অগ্নিকান্ডে মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১৫লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করেন মন্দির পরিচালনা কমিটি সভাপতি বাবুল দাশ।

মন্দির পরিচালনা কমিটির সভাপতির বরাত দিয়ে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন বলেন, মন্দিরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post