ঈদ উপলক্ষে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন নবাগত লক্ষ্মীছড়ি ইউএনও মুহাম্মদ ইয়াছিন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন (শিমুল) মুসলমানদের জন্য ঈদ উপলক্ষে আসা বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

২৭ জুলাই সোমবার লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তদারকি কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমাসহ ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা যান দুল্যাতলী ইউনিয়নে দেওয়ান পাড়া এলাকায় সেখানে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে গরীবের হক যাহাতে কোনো অনিয়ম করা না হয়, সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হবে। কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট মেম্বারদের জানিয়ে দেন।

লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ১হাজার ৮১৯জনের নামে ১০ কেজি হারে ঈদ-উল আযহা উপলক্ষে সরকার খাদ্যশস্য বরাদ্দ দেয়। এর মধ্যে লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৮২০জন, দুল্যাতলী ইউনিয়নে ৫৩২জন ও বর্মাছড়ি ইউনিয়নে ৪৬৭জনকে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে ১০কেজি হারে চাল গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সচিব কমল কৃষ্ণ চাকমা।

এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালে পরিদর্শনে যান। এসময় তিনি রোগীর বিভিন্ন ওর্য়ার্ড পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজি সাইফুল আলম ও মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।

গত ১৫জুলাই খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মুহাম্মদ ইয়াছিন যোগদান করার পর ২৩জুলাই বৃহস্পতিবার সকালে তিনি লক্ষ্মীছড়ি উপজেলায় আসেন।