মানিকছড়িতে সেনবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-রামগড় সীমান্তবর্তী জনপদে সেনাবাহিনীর অভিযানে এলজি,কার্তুজ, মোবাইল ফোন,চাঁদাবাজির রশিদ, নগদ টাকা ও উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি-রামগড় উপজেলার সীমান্তবর্তী জনপদ মরাকয়লা, লিপিপাড়া,থলিবাড়ি,নাভাঙ্গা ও গরু কাটা এলাকায় ইউপিডিএফ (মূল) প্রসীত খীসার সশস্ত্র গ্রুপ আধিপত্য বিরাজ করে জনপদে নানা অপকর্ম করে আসছিল। ফলে ওইসব জনপদের নিরাপত্তায় নিয়োজিত বাটনাতলী সেনাক্যাম্পের সেনাসদস্যরা প্রতিনিয়ত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ টহল জোরদার অব্যাহত রাখেন।
ফলে ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার পর গোপন সংবাদে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে রামগড়ের পাতাছড়া ইউপি’র গরু কাটা এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসী অনিল চাকমার ঘরে হানা দিয়ে ৩ উপজাতী যুবককে আচক করে। আটককৃতরা হলো রকি ত্রিপুরা((২০),পিতা- সবি কুমার ত্রিপুরা,জরিচন্দ্র পাড়া,রামগড়, জুয়েল ত্রিপুরা(২৩),পিতা- দুলা ত্রিপুরা, রাজেন্দ্র কার্বারীঢপাড়া,দীঘিনালা, সাথোঅং মারমা(৩০),পিতা- উলাঅং মারমা, দেওয়ান পাড়া,গুইমারাকে ১টি এলজি,২টি কার্তুজ,৮টি মোবাইল ফোন, ১৬টি চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৩২ হাজার ৫শত ৬০ টাকা, ৩টি জমির দলীল, ইউপিডিএফ এর আয়-ব্যয়ের ৯টি রশিদ বই, সংগঠনের নীতিমালা বই ৬টিসহ হাতে-নাতে তাদের আটক করতে সক্ষম হন।
৭ অক্টোবর দুপুর নাগাদ আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত সকল মালামালসহ প্রথমে মানিকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল এবং সন্ত্রাসী আটকের বিবরণ তুলে ধরেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ওয়ালি উল্লাহ। এ সময় মানিকছড়ি থানার এস.আই সাজু বড়–য়াসহ অন্যান্য সেনা অফিসাররা উপস্থিত ছিলেন। পরে আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত মালামাল রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।