বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রতিবাদ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে কতিপয় দুস্কতিকারী কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ি ত সভা করেছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ১২ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় বক্তারা বলেন,” দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙনের মধ্য দিয়ে সংবিধানের ৪ক ধারার সুস্পষ্ট লংঘন করেছে। অবিলম্বে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।’’

সভায় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজিজ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সসভাপতি জীতেন বড়ুয়া সহ জেলার উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।