• March 13, 2025

ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা মাটিরাঙ্গায়

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নুরুল আলম মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো নুরুল আলম, তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোন উন্নতি হয়নি। সে যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যায়। সাফায়েত হোসেন নামে ৮ বছরের নামে একটি ছেলে আছে তার।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post